বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ অনুষ্ঠিত হয়। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোকারম হোসেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই ক্যাটাগরির এ প্রতিযোগিতায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাধ্যমিক দলীয় পর্যায়ে প্রথম ও একক পর্যায়ে যথাক্রমে দ্বিতীয় ও পঞ্চম স্থান অধিকার করে। দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বোছরাত জাহান উমরা দ্বিতীয় একই বিভাগের শিক্ষার্থী উম্মে নাফিসা এশা পঞ্চম স্থান অধিকার করে।
দলীয় পর্যায়ের প্রতিযোগিতায় একটি প্রতিষ্ঠানের পক্ষে তিন জনের একটি দল গঠন করে তাদের ৫০টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে দেয়া হয়। একক পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীদেরকে দেয়া হয় ১০০টি বিজ্ঞান বিষয়ক এমসিকিউ প্রশ্ন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সমাপনী বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, "আজকের এই বিজয়ীরাই পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।"