বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অধিকার করে মৌমিতা দেবনাথ। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মেহজাবিন, ২য় স্থান অধিকার করে তামান্না। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে সাবিহা, ২য় স্থান তনয়া ফাতেমা বুশরা ও ৩য় স্থান অধিকার করে মৌমিতা দেবনাথ। বিজয়ীরা মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব একরামুল ছিদ্দিক ও উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নিকট থেকে পুরষ্কার গ্রহণ করে। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে প্রাণঢালা অভিনন্দন।