Nabinagar Ichchhamoyee Pilot Girls' High School
Nabinagar, Brahmanbaria
EIIN:103392, School Code: 0605061301
Cell: +8801918267509
Reference No :
Date : May 5, 2021
২০২১ সালের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন টিউটোরিয়াল পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন
Exam Guidline
- পরীক্ষা প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকায় শুরু হয়ে সকাল ১১:০০ ঘটিকা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে অবশ্যই শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- সময় শেষ হয়ে গেলে পরে কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই মোবাইল/কম্পিউটার/ল্যাপটপ এ পর্যাপ্ত মেগাবাইট ও চার্জ রাখতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পরীক্ষা শেষ করতে হবে।
- ইংরেজী ১ম পত্র পরীক্ষায় পাঠ্যবই সাথে রখতে হবে।
- গানিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় কলম ও সাদা খাতা সাথে নিয়ে বসবে।
- একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী একবারই অংশগ্রহণ করতে পারবে।
- একবার পরীক্ষা সাবমিট করে ফেললে সেই শিক্ষার্থী সেই পরীক্ষা পুনরায় আবার অংশগ্রহণ করতে পারবে না।
- পরীক্ষা সাবমিট করার সাথে সাথেই শিক্ষার্থী তার ফলাফল দেখতে পারবে।
- সবশেষে লগআউট হয়ে শিক্ষার্থী তার পরীক্ষা কার্যক্রম সমাপ্ত করবে।