Nabinagar Ichchhamoyee Pilot Girls' High School
Nabinagar, Brahmanbaria
EIIN:103392, School Code: 0605061301
Cell: +8801918267509
Reference No :
Date : June 10, 2021
অনলাইন লাইভ ক্লাসে অংশগ্রহণ সংক্রান্ত জরুরী নির্দেশনা
এতদ্বারা নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের
অবগতির জন্য জানানো যাইতেছে যে, সরকারী নির্দেশনা মোতাবেক গুগল মিট এ্যাপের মাধ্যমে অনলাইন লাইভ ক্লাসের
আয়োজন করা হয়েছে। সকল শিক্ষার্থীদের নিরাপদে
ঘরে থেকে নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হইল। এছাড়া অনলাইন ক্লাস সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে
নিম্নোক্ত নির্দেশনাসমূহ সকল শিক্ষার্থীকে অবশ্যই মানতে হবে।
- শিক্ষার্থীকে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ক্লাসে অংশগ্রহণ করতে হবে। নতুবা ক্লাস থেকে রিমোভ/বাদ করা হবে।
- গুগল মিট এ্যাপ এর মাধ্যমে ক্লাস হবে। তাই শিক্ষার্থীকে স্মার্ট মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ-এ ‘গুগল মিট’ এ্যাপ ডাউনলোড করে এবং ইন্টারনেট সংযোগ বা মোবাইলে এমবি রাখতে হবে।
- ক্লাসে প্রয়োজন ছাড়া সকল শিক্ষার্থীকে মাইক্রোফোন মিউট/অফ রাখতে হবে।
- শিক্ষার্থীকে পূর্ণসময়/শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ভিডিও অন রাখতে হবে।
- শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন তার সামনে বই, খাতা, কলম, পেন্সিল, ক্যালকুলেটরসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী রাখতে হবে।
- ক্লাসে যথাসময়ে প্রবেশ এবং পূর্ণ সময় উপস্থিত থাকতে হবে।
- প্রতিদিনের পাঠ ও হোমওয়ার্ক প্রতিদিন সম্পন্ন করতে হবে।
- অন্য সেকশনের ক্লাসে প্রবেশ করা যাবে না।
- ক্লাসের লিঙ্ক অন্য কাউকে দেয়া অপরাধ হিসেবে গণ্য হবে।
- কোলাহলমুক্ত স্থানে থেকে ক্লাসে অংশগ্রহণ করবে।
- ক্লাসে কিভাবে অংশগ্রহণ করবে এ সংক্রান্ত ভিডিও টিউটরিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- যেকোনো কারিগরী সমস্যার সমাধান ও পরামর্শের জন্য বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে।
- ক্লাসের সময়সূচী বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nipghs.edu.bd) প্রকাশ করা হবে।
কাউছার বেগমপ্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।