Nabinagar Ichchhamoyee Pilot Girls' High School
Nabinagar, Brahmanbaria
EIIN:103392, School Code: 0605061301
Cell: +8801918267509
Reference No :
Date : December 12, 2021
প্রাক-নির্বাচনী ও বার্ষিক পরীক্ষা- ২০২১ এর ফলাফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত নোটিশ
এতদ্বারা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩-১২-২০২১ ইং রোজ সোমবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nipghs.edu.bd) এ প্রাক-নির্বাচনী ও বার্ষিক পরীক্ষা- ২০২১ এর ফলাফল প্রকাশ করা হবে। বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে Annual Exam Result 2021 বাটনে ক্লিক করে শিক্ষার্থীর শ্রেণী, শাখা, রোল সিলেক্ট করে ফলাফল পাওয়া যাবে। মার্কশিটের প্রিন্টকপি আগামীকাল (১৪/১২/২০২১) থেকে বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করা যাবে। তাছাড়া ২৬-১২-২০২১ থেকে ৩০-১২-২০২১ ইং তারিখের মধ্যে সকল শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম (ভর্তি ফি ১০০০ টাকা) নিশ্চিত করতে হবে। ০১-০১-২০২২ ইং তারিখে বই বিতরণ উৎসব এবং ০২-০১-২০২২ ইং তারিখ হতে যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে।
প্রয়োজনেঃ 01672-616012 (শরীফ স্যার)
01723-600300 (রাসেল স্যার)
কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।