এতদ্দ্বারা নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডির ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে। আগামী ০৪-০৫-২০২৩ খ্রি. তারিখে নিম্নলিখিত কাগজসহ ইউনিক আইডির ফরম স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট বেলা ১১:০০ টায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত কাগজপত্র ব্যতীত যেমন- বাবা মায়ের জন্ম নিবন্ধন, বাবা মায়ের পাসপোর্টের ফটোকপি ইত্যাদি জমা না দেওয়ার জন্য বলা হচ্ছে।