Nabinagar Ichchhamoyee Pilot Girls' High School

Nabinagar, Brahmanbaria
EIIN:103392, School Code: 0605061301
Cell: +8801918267509

Reference No :
Date : November 12, 2024


অনলাইন আবেদন ফরম পূরণের নিয়মাবলী


অনলাইন আবেদন ফরম পূরণের নিয়মাবলী:
  • ষষ্ঠ শ্রেণির সকল ভর্তি ও সপ্তম থেকে নবম শ্রেণির শুধুমাত্র নতুন ভর্তির জন্য আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে।
  • তারকা (*) চিহ্নত ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • আবেদনকারীর নাম (বাংলা), পিতার নাম (বাংলা), মাতার নাম (বাংলা) ফিল্ডটি ব্যতীত সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে।
  • অনলাইন আবেদন ফরম পূরণের সময় শিক্ষার্থীর নাম ও নামের বানান, পিতা-মাতার নাম ও নামের বানান সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরবর্তীতে এই সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • অনলাইনে আবেদনের সময় অবশ্যই শিক্ষার্থীর ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। ভর্তির সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে।
  • যদি কারো বাবা-মা দুইজনই মৃত হয় তাহলেই অভিভাবকের তথ্য পূরণ করবে অন্যথায় অভিভাবকের তথ্যের ঘরটি খালি থাকবে।
  • শিক্ষার্থীর ছবির ফাইল সাইজ ১০০KB এর মধ্যেে হতে হবে। ফাইল ফরমেট হবে JPG ।
  • অনলাইন আবেদন ফরমটি সবমিটের পর আবেদন ফি ১১০/- পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আবেদন ফি অনলাইনে বিকাশে পেমেন্ট করতে হবে।
  • কোন প্রকার ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী তার শাখা ও রোল নাম্বার জানতে পারবে।
  • শিক্ষার্থীর অনলাইন আবেদনের কপি, শিক্ষার্থীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, শিক্ষার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ভর্তি ফি বিদ্যালয়ের অফিস কক্ষে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

*** অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি প্রদান সংক্রান্ত যেকোন সমস্যায় যোগাযোগ করুন 01672-616012 অথবা 01785-459156 নাম্বারে।



মোসাম্মৎ কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।